ঠাকুরগাঁওয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৫৫

পূর্ব শত্রুতার জের ধরে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ঠাকুরগাঁওয়ের একটি আদালত আকমাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বি. এম. তারিকুল কবীর আসামির উপস্থিতিতে রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আকমাল হোসেন হরিপুর উপজেলার জামুন মশানগাঁও গ্রামের মসলিম উদ্দীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩ জানুয়ারি দুপুরে হরিপুর উপজেলার জামুন মাহিলাবস্তি গ্রামের বাসিন্দা তরকারি ব্যবসায়ী কুমের আলীর ছেলে ইসমাইল হোসেন পারিবারিক পণ্য কেনার জন্য বাইসাইকেলে জামুন বাজারে আসছিলেন।পথিমধ্যে আমগাঁও-জামুন হাইস্কুলের কাছে পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আকমাল হোসেন পূর্বশত্রুতার জের ধরে তাকে রাস্তায় আটক করে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এরপর ধারালো ছোড়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কুমের আলী বাদী হয়ে আকমাল হোসেনকে আসামি করে হরিপুর থানায় মামলা করেন।মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :