উপজেলা নির্বাচন

ভৈরবে আ.লীগের প্রার্থী সায়দুল্লাহ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:২৮

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের পুত্র ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

তবে উপজেলা নির্বাচন হচ্ছে এ খবরে নেতাকর্মীর মধ্যে আবারও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও মঙ্গলবার বিকালে ভৈরব উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কায়সার ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান আসমা আহমেদের নাম ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :