মুক্তিযুদ্ধের স্মৃতিজড়িত স্থান ঘুরে দেখল মিত্র বাহিনী

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়া জেলায় মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিজড়িত স্থান ঘুরে দেখেছে ভারতীয় মিত্র বাহিনীর একটি দল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশ নেয়া মিত্র বাহিনীর নয় সদস্যের প্রতিনিধি দলটি বুধবার দুপুরে জেলা শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুল পরিদর্শন করেন।

এ সময় তারা স্কুলের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে তাদের স্মৃতিচারণ করেন।

প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ্সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

পরে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি ঢাকায় চলে যায়।

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল (অব.) জোশে মালাবালান।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)