ঢাবির লোগো বিকৃতির শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে বিদ্রুপ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির লোগো ‘বিকৃত’ করার প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের সাবেক নেতারা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন থেকে লোগো বিকৃতিকারীদের শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ইলিয়াস সানি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোন ধরনের অরুচিকর বক্তব্য কিংবা বিকৃত উপস্থাপনার জবাব দিতে আমরা প্রস্তুত।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে ১০ টাকায় এক কাপ চা, একটি করে সিঙ্গারা, চপ ও সমুচা পাওয়া যায় বলে উল্লেখ করেন।

এরপর বিষয়টি নিয়ে ব্যাঙ্গ-বিদ্রুপ চলতে থাকে সামাজিক মাধ্যম ফেসবুকে। আর ইয়ার্কি ডটকম নামে একটি সাইটে বিশ্ববিদ্যালয়ের লোগোতে সিঙ্গারা, সমুচা ও চপের ছবি বসিয়ে বিদ্রুপাত্মক লেখা ছাপা হয়েছে।

মানববন্ধনে বলা হয়, উপাচার্যের বক্তৃতার খণ্ডিত অংশ বিকৃত উপস্থাপন এবং আমাদের চেতনার বাতিঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোকে বিকৃত উপস্থাপন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারের সাথে যারা জড়িত তাদের শাস্তি চাই।’

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো আমাদের অস্তিত্ব। এই জায়গায় আঘাত হানলে কোনো ভাবেই বসে থাকা যায় না।’

‘আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে করে এমন গর্হিত অপরাধ দ্বিতীয়বার করার দুঃসাহস আর কখন কেউ না দেখাতে পারে।’

ছাত্রলীগের সাবেক স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের আবেগ আর অনুভূতি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার লোগো। সেই লোগোকে যারা বিকৃত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

ছাত্রলীগের সাবেক স্কুল-ছাত্র বিষয়ক উপ সম্পাদক সৈয়দ আরাফাত বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার লোগো বিকৃতকারীদের শাস্তির আয়তায় আনতে হবে।’

সাবেক ছাত্রলীগ নেতা মাজহার শামীম গোলাম মোস্তফা, সজিব আহম্মেদ, দিদার হোসেন রনি, তাহসান আহমেদ রাসেল, শেখ আব্দুল্লাহ, বোরহান উদ্দিন, হাসিব আহম্মেদ মুকুল, হোসেন সাঈদ খান, শাওন ফাল্গুনী তন্নীসহ সাধারণ শিক্ষার্থীরাও এই মানববন্ধনে অংশ নেন।

ঢাকাটাইমস/৩০জানুয়ারি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :