শাবিতে অর্থনৈতিক উন্নয়নবিষয়ক জাতীয় সম্মেলন শুরু

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:৫২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অর্থনৈতিক ন্যায়বিচার ও নৈতিকতা’র দৃষ্টিকোণে বাংলাদেশের উন্নয়ন’ বিষয়ক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এ জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি বলেন, ‘অর্থনীতির ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ মানুষের মূল্য বাড়িয়ে দেয়। ব্যক্তি সমাজের অংশ এবং সমাজ দেশের অংশ। এখন অর্থনীতির নৈতিক ভিত্তিগুলো সচল রাখার মাধ্যমে কীভাবে সমাজ তার মূল্যকে উন্নত করতে পারে নৈতিক অর্থনীতি আমাদের সে শিক্ষাই দেয়।’

প্রধান আলোচক অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা মানুষের পুরো আচরণ দেখি না শুধুমাত্র অর্থনৈতিক বিষয় দেখি। উন্নয়নের রিমাপের মাপকাঠি হিসেবে শুধু জিডিপি নয় আরো অনেক ইনডেক্স ব্যবহার হয়। অর্থনীতি বহুমাত্রিক হওয়ার কারণে এর প্রতিনিয়ত নতুন নতুন মাপকাঠি বের হচ্ছে।’

এছাড়া জাতীয় সম্মেলনের বিভিন্ন সেশন পরিচালনা করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান, ড. ইসমাইল হোসাইন, ড. বিনায়েক সেন, ড. এনামুল হক।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল মুনিম জোদ্দারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :