পাকুন্দিয়ায় বাল্যবিবাহ পণ্ড

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:১৩
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার সালংকা গ্রামে অভিযান চালিয়ে পুলিশের সহায়তায় বর ও কনে পক্ষের কাছ থেকে এ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান।

বুধবার উপজেলার মাইজহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে খালেদ হোসেনের সাথে পাশ্ববর্তী সালংকা গ্রামের সাফি উদ্দিনের স্কুল পড়ুয়া কন্যার বিবাহের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ কনের বাড়িতে উপস্থিত হয়ে বর খালেদ হোসেন ও তার পিতা আওলাদ হোসেন এবং কনের পিতা সাফি উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত করে বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধী তিনজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং বাল্যবিবাহ না দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :