নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

নরসিংদী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ১২:৪৩

নরসিংদীর শিবপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দমকল বাহিনী নরসিংদীর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঁইয়া জানান, ভোরে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হয় অন্তত ১০ জন।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বেপরোয়া গতি ও ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকবাবে ধারণা করছে পুলিশ।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/ওআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :