শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়ু হাতে ডিসি

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৫৮

সুনামগঞ্জে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার লক্ষে এই অভিযান শুরু হয়।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার শহরবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় তিনি নিজেও শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়ু হাতে নেন।

পরিচ্ছন্নতা অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহ, জেলা প্রথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনামগঞ্জ গকুল চন্দ্র দেবনাথ, সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার সোলেমান মিয়া, শহরবালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক আব্দুল আহাদ সবাইকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :