রাজশাহীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:১৩

রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী কলেজিয়েট স্কুলে একই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।

এসডিজি-৪ অর্জনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণের কর্মসূচির উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন প্রত্যেক নাগরিককে নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।

বলেন, ফুলের গাছ লাগিয়ে নান্দনিক শহর ও বসবাসযোগ্য শহর হিসেবে রাজশাহীকে গড়তে হবে। আশা করছি আগামীতে আগের চেয়ে বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হবে এবং দেশের এক নম্বর শহরে পরিণত হবে রাজশাহী।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ।

এদিকে কলেজিয়েট স্কুলে কর্মসূচির উদ্বোধনের পর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের নিজে শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/ওআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :