ফেইসবুকে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, যুবক আটক

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৯, ২০:১৩
ফাইল ছবি

ফেইসবুকে চলতি বছরের এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মাদারীপুরে এক কলেজছাত্রকে আটক করেছে র‌্যাব।

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার রইস উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে জেলা শহরের থানতলী এলাকার বাসা থেকে সাগর হোসেনকে তারা আটক করেন। সাগর ওই এলাকার লায়েক আলী হাওলাদারের ছেলে। তিনি সরকারি নাজিম উদ্দিন কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

রইসউদ্দিন বলেন, সাগর ফেইসবুকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী একটি গ্রুপ তৈরি করে। সেই গ্রুপে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।

গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে মোবাইল ফোন ও বেশকিছু সিমসহ তাকে আটক করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান। এ ঘটনায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকাটাইমস/৩১জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :