কালাই উপজেলায় জহুরুলের গণসংযোগ

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৭

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকা টাইমস

জয়পুরহাটে জমে উঠতে শুরু করেছে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা। জেলার প্রায় প্রতিটি উপজেলায় গণসংযোগ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ।

কালাই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এ মাসের প্রথম সপ্তাহে হতে পারে। এমন গুঞ্জন বিরাজ করছে উপজেলায়। আর এ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম।

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোলামগাড়ী হাটে গণসংযোগ করেন তিনি।

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি। তারপক্ষে মাঠে নেমেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ গণমান্য ব্যক্তিরা।

স্থানীয়রা জানায়, জয়পুরহাটের কালাই উপজেলাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত করতে যিনি কাজ করবেন এমন সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্বকে প্রার্থী চান তারা।

ভাইস চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম বলেন, ‘‘আমি ২০০২ সালে  ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতির শুরু করি। পরে  ২০১৫ সালে কালাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্ব পাই। জনসেবার জন্যই রাজনীতিতে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। এলাকার উন্নয়নে সবসময়  যুক্ত আছি। তৃণমূলের সমর্থনও আমার পক্ষে রয়েছে।

‘আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত হলে কালাই উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুনীতিমুক্ত মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। জনগণের পাশে থাকতে চাই।’

ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/ওআর