চাঁদপুরে ২০০০ নকল সরকারি বস্তার চাল জব্দ

শওকত আলী, চাঁদপুর
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪

চাঁদপুরে সরকারি খাদ্য গুদামের সিল মেরে প্রায় দুই হাজার বস্তায় ভরা চাল পাচারের সময় জব্দ করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পুরান বাজার ভুঁইয়ার ঘাটে চালের বস্তাগুলো হাতিয়া-সন্দ্বীপ নেয়ার প্রস্তুতিকালে পুলিশ জব্দ করে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বাজার থেকে নতুন পাটের বস্তা কিনে সেগুলোতে খাদ্য অদিপ্তরের সিল বসায় পাচারকারী চক্রের সদস্যরা। এরপর নিজেদের গুদামে তাদের সংগ্রহ করা চাল বস্তায় ভরে পাচারকারী চক্রের কাছে বিক্রি করে।

পুলিশ জানায়, জব্দ করা চাল প্রক্রিয়াকরণ করছি পুরান বাজারের চাল ব্যবসায়ী মক্কা ট্রেডার্স ও অন্নপূর্ণা টেডার্স। তারা এসব চাল দিনাজপুরের রেশমা অটো রাইস মিল থেকে আমদানি করে।

নিজেদের গুদামে বস্তায় ভরে সেখান থেকে সরকারি খাদ্য গুদামের চাল বলে পাচার করার উদ্দেশ্যে ট্রলারে উঠাচ্ছিল। চাল পাচারের চুক্তি হয় কার্গো জাহাজের মালিক আলাউদ্দিন ও স্বপনের সঙ্গে। তারা এসব চাল নিয়ে যেতেন হাতিয়ায় সরকারি খাদ্য গুদামে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক মডেল থানা ও পুরান বাজার ফাঁড়ি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে চাল জব্দ করে।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :