বিকাশ এজেন্টকে অচেতন করে আড়াই লাখ টাকা ছিনতাই

চাঁদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫

চাঁদপুরে বিকাশের এক এজেন্টকে অচেতন করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোহেল নামের ওই ব্যবসায়ীকে শুক্রবার সন্ধ্যায় অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহেল সদর উপজেলার চান্দ্রা এলাকার মদনা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বিকাশের এজেন্ট।

সোহেলের পরিবার সূত্রে জানা যায়, সোহেল আড়াই লাখ টাকা নিয়ে বিকাশের বিল পরিশোধ করতে যাচ্ছিলেন। শহরের হাকিম প্লাজার সামনে আসার পর মলম পার্টির খপ্পরে পড়েন তিনি। প্রতারক চক্র তাকে অচেতন করে টাকা নিয়ে উধাও হয়ে যায়। সন্ধ্যায় প্রেসক্লাবের পেছনের জঙ্গলে সোহেলকে পড়ে থাকতে দেখেন কিছু যুবক। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাঁদপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ নাসিম উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, মলম পার্টির খপ্পরে পড়ার বিষয়টি আমার জানা নেই। আইন অনুযায়ী বিষয়টি জেনে ব্যবস্থা নেব।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :