সুনামগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা, যুবক আটক

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

সুনামগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস

সুনামগঞ্জের ধর্মপাশায় বিস্কুট খাওয়ানোর কথা বলে এক শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সমর সরকার (৩৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

সমর মধ্যনগর সদরের বৈঠাখালী নতুন পাড়ার ঠান্ডু সরকারের ছেলে ও পেশায় ভ্যানযোগে বেকারির বিস্কুট বিক্রেতা। 

পুলিশ ও গ্রামবাসী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক শিশুকে (৪) বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে ডেকে নিয়ে যান সমর। এরপর ওই শিশুকে ধর্ষণে চেষ্টা করেন। শিশুটি ভয়ে চিৎকার করে উঠলে প্রতিবেশী ও গ্রামবাসীরা দৌড়ে এসে সমরকে উওম মধ্যম দিয়ে বাড়ির উঠোনে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাতেই মধ্যনগর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে ভিকটিমের পিতা এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন।

মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/ ইএস