বইমেলা

প্রথম দিনের বিক্রিতে আশাবাদী প্রকাশকরা

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৭

দীপান্বিতা রায়

বইমেলা উদ্বোধন হলেও বইয়ের সবগুলো স্টল এখনো চালু হয়নি। তবে যেগুলো দোকান চালু হয়েছে, সেগুলোতে এরই মধ্যে বেশ ভালো বিক্রির তথ্য পাওয়া যাচ্ছে।
সময় প্রকাশনীতে গিয়ে দেখা মেলে প্রখ্যাত লেখক আনিসুল হকের সঙ্গে। মেলার প্রথম দিনেই তিনি প্রকাশনীর স্টলে এসে বসেছেন। ভক্ত-পাঠকদের দেখা যায় তাকে ঘিরে থাকতে, তার বই কিনতে এবং অটোগ্রাফ নিতে।
তামান্না কিনেছেন আনিসুলের উপন্যাস ‘হৃদয় ছোঁয়া উপন্যাস’। বলেন, ‘আমি আনিসুল হক স্যারের বই পড়তে খুব ভালোবাসি। আমার সংগ্রহে স্যারের প্রচুর বই আছে। আশা করি, এই বইটিও ভালো হবে।’
লেখক রথীন্দ্রনাথ সরকার এবার নিয়ে এসেছেন ‘স্বপ্ন পূরণের পাঁচ’। বলেন, ‘এই বইটি একটি আত্ম উন্নয়নমূলক বই। এখানে আমি ছাত্রজীবন থেকে শুরু করে পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছি। এই বইয়ে মূল যে কথাটি উঠে এসেছে সেটি হলো, মানুষের স্বপ্নের মাঝেই লুকিয়ে থাকে স্বপ্ন পূরনের অসীম সামর্থ্য।’
‘আজ প্রথম দিনেই আমার বই বিক্রি হয়েছে। আশা করি, বিক্রি ভালো হবে।’
সময় প্রকাশনী থেকে বের হয়েছে তরুণ লেখক হাবিবুল্লাহ ফাহাদের উপন্যাস ‘জলপাই রঙ্গের দিনরাত’ বইটি।
শিখা প্রকাশনীর প্রকাশক নজরুল ইসলাম বাহার বলেন, ‘বিক্রি বেশ ভালো। আশা করি, সারা মাসে ভালো বিক্রি হবে।’
কথা হয় উৎস প্রকাশনীর প্রকাশক মোস্তফা সেলিমের সঙ্গে। বলেন, তাদের বইয়ের বিক্রি প্রতি বছরই ভালো। এবারও দেশ-বিদেশের স্বনামধন্য লেখকদের বেশ কিছু বই প্রকাশ করেছে।