বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আঞ্চলিক প্রতিবেদক, লালমনিরহাট
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৩
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর ম্যাচেরঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তার নাম আসাদুল হক।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে ভারতীয় ১৪৩ বিএসএফের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহলদলের গুলিতে তিনি মারা যান।

নিহত আসাদুল হক বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর এলাকার কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান কদমার ছেলে।

বাউরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হক ব্যবসায়ী আসাদুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন এবং বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার ভোরে বাউরা সীমান্তের মেইন পিলার ৮০২ নম্বর এলাকার সানিয়াজান বেইলি ব্রিজের নিচ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত বাংলাদেশে ফিরছিল। এ সময় তাদের ধরতে ধাওয়া দেয় বিএসএফ টহল দল। একপর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে নিহত হন আসাদুল হক। পরে নিহতের মরদেহ নিয়ে যায় ভারতীয় নিউ কুচলিবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ানের ঠ্যাংঝারা কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি দেয়া হবে। বৈঠকে ঘটনার কারণ জানতে চাওয়া হবে।’

ঢাকা টাইমস/২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :