বেড়াতে গিয়ে পিকআপচাপায় দুলাভাই নিহত, শ্যালক আহত

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৯

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে পিকনিক স্পটে ঘুরতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম আজিম উদ্দিন (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন তার শ্যালক ইকবাল।

আজ শনিবার বিকালে উপজেলার গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগানসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম শেরপুর সদর উপজেলার মান্দাখালী গ্রামের মৃত সাইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত ইকবালকে মুমূর্ষু অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শেরপুরের মান্দাখালী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আজিম ও তার শ্যালক ইকবাল ঝিনাইগাতীর পিকনিক স্পট গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ও শ্রীবরদীর লাউচাপড়া ঘুরতে যান। গজনী ঘোরা শেষে বিকালে লাউচাপড়া যাচ্ছিলেন। পথে গুরুচরণ দুধনই এলাকার তেজপাতা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান আজিম।

স্থানীয় লোকজন ইকবালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা হাসপাতালে পাঠান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/ইএস/মোআ)