নেত্রকোণায় ভুল প্রশ্নে ১ ঘণ্টা এসএসসি পরীক্ষা

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫২

নেত্রকোণা প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

চলমান এসএসসি পরীক্ষায় নেত্রকোণার মোহনগঞ্জের একটি কেন্দ্রে ভুল প্রশ্নে প্রায় ১ ঘণ্টা পরীক্ষা নেওয়া হয়েছে।  

শনিবার পরীক্ষার প্রথমদিন মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিন সারা দেশে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ওই কেন্দ্রে ২০১৮ সালের সৃজনশীল পুরাতন প্রশ্ন বিতরণ করেন কর্তব্যরত শিক্ষকরা।

কেন্দ্র সচিব ছায়া সাহা ঢাকাটাইমসকে জানান, পরীক্ষা শুরুর সময় কেন্দ্রের তিনটি কক্ষে প্রায় একশত শিক্ষার্থীর মাঝে ভুলবশত   ২০১৮ সালের প্রশ্ন বিতরণ করা হয়। ঘণ্টাখানেক পর বিষয়টি জানাজানি হলে প্রশ্ন পরিবর্তন করে নতুন প্রশ্ন দেয়ার পাশাপাশি পরীক্ষার্থীদের ১ ঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হয়। এতে  শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী মাহমুদ আকন্দ বলেন, ভুলবশত মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের তিনটি কক্ষে ২০১৮ সালের প্রশ্ন দেয়া হয়। পরে নতুন ও সঠিক প্রশ্নপত্র দেয়া হয় এবং সময় বাড়িয়ে পরীক্ষা নেয়া হয়।

ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/ইএস