চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪১ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬

ব্যুরো প্রধান, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় ভাইয়ের দীঘির পাড় এলাকায়  বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রবিবার সকালে পটিয়া উজেলার ভাইয়ার দিঘীর পাড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক এবিএম মিজানুর রহমান জানান, সকালে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, সংঘর্ষের পর মাইক্রোবাসটি রাস্তার ঢালে বাসটির নিচে চাপা পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালায়। 

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/ওআর