২.১ ওভারে ইংলিশদের উড়িয়ে সিরিজ উইন্ডিজদের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৪ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২

সিরিজ জয়ের মিশনে মাত্র তিন দিনেই ইংলিশদের উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অ্যান্টিগা টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। ইংলিশদের দেওয়া ছোট লক্ষ্য মাত্র ২.১ ওভারেই টপকে গেল ওয়েস্ট ইন্ডিজ।

তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে জিতে নিল জেসন হোল্ডারের দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল সফরকারীরা।

তরুণ পেসার আলজারি জোসেফের মা শ্যারন জোসেফের মৃত্যু সংবাদ দিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে থেমে থাকেনি দলটি। শোককে শক্তিতে রুপ দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৮৭ করা ইংল্যান্ডের বিপরীতে ৩০৬ রান তোলে। দ্বিতীয় ইনিংসেও ভালো করতে পারেনি ইংলিশরা। ক্যারিবীয়দের বোলিং তোপে ১৩২ রানে অলআউট হয় জো রুটের দল।

জেসন হোল্ডার-কেমার রোচের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি কোনো ইংলিশ ব্যাটসম্যান। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন বাটলার। বাকিরা কেউ ২০ এর ঘর পার করতে পারেননি। রানের খাতা খুলতে পারেননি দুই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোল্ডার ৪ উইকেট নেন ৪৩ রানে। রোচ ৫২ রানে নেন চারটি। জোসেফ ২ উইকেট নেন ১২ রানে।

১৪ রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে মাত্র ২.১ ওভার সময় নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেটে ইংলিশদের লজ্জার হার উপহার দিয়ে মাঠ ছাড়েন দুই অপরাজিত ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট-জন ক্যাম্পবেল।

আগামী শনিবার সেন্ট লুসিয়ায় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৭

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৭২/৬) ১৩১ ওভারে ৩০৬

ইংল্যান্ড ২য় ইনিংস: ৪২ ওভারে ১৩২

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ১৪) ২.১ ওভারে ১৭/০ (ব্র্যাথওয়েট ৫*, ক্যাম্পবেল ১১*; অ্যান্ডারসন ০/১০, ব্রড ০/৬)

ফল: ১০ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান অব দা ম্যাচ: কেমার রোচ

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/ এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :