বিসিবির চুক্তিতে স্থান পেয়ে অবাক খালেদ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৪

প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন পেস বোলার খালেদ আহমেদ। দেশের হয়ে মাত্র এক টেস্ট খেলা খালেদ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এসে নিজেই অবাক। বর্তমানে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বিপিএল খেলছেন তিনি। রবিবার দলের অনুশীলনে এসে গনমাধ্যমের মুখোমুখি হলেন । সেখানেই জানালেন, বিসিবির চুক্তিতে এসে নিজের ভালো লাগার কথা।

রুকি ক্যাটাগরিতে বিসিবির বেতন কাঠামোতে নাম এসেছে খালেদ আহমেদের। প্রথমবার যুক্ত হতে পেরে তিনি বলেন,‘আসলে আমি নিজেও জানতাম না যে ঢুকবো। হঠাৎ করে যখন জানতে পারলাম তখন অবাক হলাম, অনেক ভালো লাগছিলো যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছি। নিজের কাছেই অন্যরকম মনে হচ্ছিলো বিষয়টা।'

রুকি ক্যাটাগরি থেকে পারফরম্যান্সের মাধ্যমে উপরের ক্যাটাগরিতে উঠার সুযোগ খালেদের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে ভালো পারফরম্যান্স করতে চান এই পেস বোলার। এই প্রসঙ্গে তিনি বলেন,‘আসলে এই কাঠামোটি ভিত্তি করা হয় পারফর্মেন্সের উপর। আমি চাইবো যে এই একটি বছরের জন্য যে আমাকে চুক্তিবদ্ধ করেছে এই এক বছরে গত বছরের থেকে আরও বেশি ভালো করার চেষ্টা করবো। তাহলে আমার উপরে ওঠার সুযোগ থাকবে বেশি।'

বিপিএলে আগামীকাল এলিমিনিটর ম্যাচে ঢাকার মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। ঢাকা শক্তিশালী হলেও তাদের বিপক্ষে ভালো করতে বিশ্বাসী খালেদ আহেমেদ। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে তিনি বলেন,‘ঢাকা অনেক বড় দল। তবে বড় দল হলে সমস্যা নেই। গত দুই ম্যাচে আমরা তাদের পরাজিত করেছি। এই ম্যাচেও আমি চাইবো ইনশাল্লাহ ভালো খেলবো। ভালো ক্রিকেট খেলেই ইনশাল্লাহ আমরা জিতব।’

(ঢাকাটাইমস/৩ ফেব্রুয়ারি/ এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :