এসডিজি অর্জনের পথে বাধা তথ্যঘাটতি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩
ফাইল ছবি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-এসডিজি) ১৭টি লক্ষ্য অর্জনের পথে তথ্যঘাটতি বড় বাধা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘এসডিজি বাংলাদেশ প্রোগ্রেস রিপোর্ট-২০১৮’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিকল্পনান্ত্রী বলেন, এসডিজির বড় লক্ষ্য অর্জনে ব্যক্তিখাতের অবদান গুরুত্বপূর্ণ। তবে কিছু ক্ষেত্রে তথ্যের অভাব রয়েছে। কিছু ক্ষেত্রে বিশ্বাসযোগ্য তথ্য নেই। আবার কিছু ক্ষেত্রে একেবারেই তথ্য নেই। সারা দেশে এসডিজি অর্জনের তথ্য পেতে পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা রয়েছে তার অনেক সূচক পূরণ হয়েছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। তবে মন্ত্রী বলেন, ‘সরাসরি বিদেশি বিনিয়োগের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিদেশি বিনিয়োগ বাড়াতে সংশ্লিষ্টরা কাজ করছেন। আশা করি ২০৩০ সালের মধ্যে বিদেশি বিনিয়োগের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব আমরা।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মোট অভ্যন্তরীণ বাজেটের ৫ দশমিক ৭ শতাংশ বিদেশি বিনিয়োগ ছিল। ২০১৭ সাল শেষে তা দাঁড়ায় ৫ দশমিক ৪৫ শতাংশে। কিন্তু ২০৩০ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে ২০২০ সালের মধ্যে বিদেশি বিনিয়োগ হতে হবে ১৪ শতাংশ। সেদিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

এমডিজি অর্জনে বাংলাদেশ ব্যাপক সাফল্য দেখিয়েছে উল্লেখ করে অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় বাড়ছে। তবে ট্যাক্স জিডিপি অনুপাত বাড়ছে না। এর পরও আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের উন্নতি উৎসাহব্যঞ্জক।

পুষ্টি উন্নয়নে আরও গুরুত্ব দেয়ার তাগিদ দিয়ে ড. ওয়াহিদ বলেন, উৎপাদনের উৎকর্ষ, ব্যয় কমানোয় গুরুত্ব দিতে হবে। গুণগত শিক্ষার উন্নয়ন দরকার।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, এসডিজি অর্জন সব খাতে সমান নয়। বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে। সমতার ক্ষেত্রে এসডিজিতে ফোকাস করা হয়নি। শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জিত হয়নি।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো প্রমুখ।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :