চট্টগ্রামে ভূমিমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, ভুক্তভোগীদের নানা অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৯

চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় হঠাৎ পরিদর্শনে যান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এসময় সেবা নিতে এসে সার্ভেয়ারের কাছে হয়রানির শিকার হন বাঁশখালীর শিহাব উদ্দিন। সার্ভেয়ার পরমেশ্বর চাকমা ফাইল আটকে রেখে নানাভাবে তাকে হয়রানি করছেন বলে মন্ত্রীর নিকট অভিযোগ করেন এ সেবাপ্রার্থী। রবিবার দুপুরে ভূমিমন্ত্রী এ পরিদর্শনে আসেন।

অভিযোগ শুনেই মন্ত্রী সার্ভেয়ার পরমেশ্বর চাকমাকে ডেকে পাঠান। এ সময় মন্ত্রী সার্ভেয়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফাইল আটকে রাখার প্রবণতা কেন? মানুষকে ঘুরানো, হয়রানি করা- এসব কেন? আমরা তো মানুষের সেবা করতে চাচ্ছি। তিনি বলেন, এসবের কারণ কি? তোমরা কি অনেক বড় অফিসার হয়ে গেছ? আমাদের চেয়ে বড় অফিসার হয়ে গেছ? মানুষকে ক্ষমতা দেখাও?’ ‘হোয়াট নন সেন্স ইজ দিস। এটা তো আমি টলারেট করব না।’

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, একটা মানুষের কত টাকা দরকার। ১২ পার্সেন্ট, ১৫ পার্সেন্ট টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ শুনছি আমি। সরকার বেতন দিচ্ছে না? হারামের পয়সা খেয়ে লাভটা কী?

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :