চট্টগ্রামকে ছোট করে দেখছে না ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৩

বিপিএলে এবার শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা ডায়নামাইটস। কিন্তু পরে তারা ছন্দ হারিয়ে ফেলে। তারা প্লে-অফে খেলতে পারবে কিনা তা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। কিন্তু সব শঙ্কা উড়িয়ে গতকাল খুলনা টাইটান্সকে হারিয়ে শেষ চারে জাগয়া করে নেয় খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।

প্লে-অফ পর্বে এলিমিনেটর ম্যাচে আগামীকাল (সোমবার) চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এটি নকআউট ম্যাচ। যারা হারবে তারা বিদায় নিবে। যারা জিতবে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাবে। এমন সমীকরণ সামনে নিয়ে রবিবার ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, লিগ পর্বে চট্টগ্রামের কাছে আমরা দুই ম্যাচ হেরেছি। সুতরাং, তাদের ছোট করে দেখার কিছু নেই।

চিটাগং ভাইকিংস দল নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘একজন অধিনায়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। মুশফিক সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে। দারুণ কিছু ইনিংস খেলেছে, টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে। এছাড়া ওদের বেশ কিছু ক্রিকেটারও আছে যারা দারুণ খেলছে। দেলপোর্ট শেষ ম্যাচে ভালো করেছে। পাশাপাশি ওদের বোলাররাও ছন্দে আছে। রাহি, খালেদ ওরা অনেক ভালো বোলিং করছে। নতুন হার্ডাসও বেশ ভালো বোলার। রবি ফ্রাইলিঙ্ক খেলতে পারবে কিনা আমি জানি না। সে দারুণ একজন ম্যাচ উইনিার। ম্যাচ জিততে হলে দুই একটি পারফরম্যান্স লাগে আসলে। তেমন পারফর্মার ওদের আছে। ওদেরকে ছোট করে দেখার কিছু নেই। ওদের কাছে আমরা দুইবার হেরেছি। আমাদের বিগ হিটার আছে। তারা যেন নির্ভার হয়ে ব্যাটিং করতে পারে সেই পরিস্থিতি তৈরি করে দেয়াটা আমাদের টপ অর্ডারের কাজ। টপ অর্ডার যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে একটি সুযোগ থাকবে। পোলার্ড এবং রাসেল কিংবা যারা ব্যাটিং করছে তারা স্বাধীনভাবে খেলতে পারবে।’

তিনি আরো বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। নকআউট পর্ব এটা। আপনি জিতলে থাকবেন, হেরে গেলে বিদায় নিতে হবে। এর আগে লিগ পর্বের ম্যাচে আমরা চট্টগ্রামের বিপক্ষে হেরেছিলাম। তবে আগামীকাল (সোমবার) একটি নতুন দিন। আমরা তাদের সাথে খুব ক্লোজলি হেরেছি। আমি বিশ্বাস করি, বিদেশি ক্রিকেটারের মধ্যে উপুল এসেছে, নতুন একটি ফরমেশন তৈরি হয়েছে দলে। বিদেশি ক্রিকেটাররা হয়তো এই সময়ে জ্বলে উঠবে। আন্দ্রে রাসেল এমন একজন ক্রিকেটার যে কিনা একাই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য রাখে। এছাড়া আমরা সাকিবের কাছ থেকেও রান পাইনি কয়েকটি ম্যাচে। চাপের মধ্যে ছিলাম। সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। আশা করি অধিনায়ক সামনে থেকেই নেতৃত্ব দিবে। গতকাল আমরা যেমন খেলেছি, আমাদের বোলিং, ফিল্ডিং দুর্দান্ত ছিল। আমরা যদি আমাদের পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের।’

লিগ পর্বে টানা পাঁচ ম্যাচে হারে ঢাকা। এমন হারে হতাশ কিনা এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘না, এমনটি হতেই পারে। যদি আমরা এক অথবা দুইয়ে থাকতাম তবুও আমাদের নকআউটেই খেলতে হতো। সেখানে একটি সুযোগ থাকতো হয়তো। আমি ধরলাম একটি বেশি নকআউট ম্যাচ খেলতে হবে এটাই আর কী। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ক্লোজ ম্যাচ হেরেছি। এমনটা হতেই পারে। এরপরও আমরা গতকাল জিততে পেরেছি এবং অনেক প্রভাব দেখিয়ে জিততে পেরেছি সেটা অনেক গুরুত্বপূর্ণ। খুব ভালো কামব্যাক চাপের মধ্যে। আমরা হারলে টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাব এমন অবস্থা ছিল। তবে আমরা এখানো টুর্নামেন্টে আছি। এটাই গুরুত্বপূর্ণ।’

(ঢাকাটাইমস/৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :