কুমিল্লার বিপক্ষে কঠিন লড়াই আশা করছে রংপুর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল (শনিবার) লিগ পর্বের শেষ দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯ উইকেটে হারায় রংপুর রাইডার্স। লিগ পর্বে এর আগেরবারের দেখায়ও কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। আগামীকাল (সোমবার) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচটি অনেক কঠিন হবে বলে মনে করছেন রংপুর রাইডার্সের বিদেশি তারকা রবি বোপারা।

আগামীকালের ম্যাচটি বড় ম্যাচ কিনা এ ব্যাপারে রবিবার রবি বোপারা বলেন, ‘না, ভিন্ন কিছু নয়। প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচও অনেক গুরুত্বপূর্ণ ছিল। আসল বিষয় হচ্ছে প্রস্তুতিতে ধারাবাহিক থাকা। এটি ঠিক থাকলে আপনি ফলাফল পাবেন।’

লিগ পর্বে রংপুরের হয়ে মাঠ মাতান দুই বিদেশি তারকা এবি ডি ভিলিয়ার্স ও আলেক্স হেলস। কিন্তু আগামীকাল তাদের দুজনকে পাবে না রংপুর। ইনজুরির কারণে হেলস দেশে ফিরে গিয়েছেন। আর ডি ভিলিয়ার্সের সাথে রংপুরের চুক্তি ছিল ছয় ম্যাচের জন্য। সে ছয় ম্যাচ শেষ। এই দুই তারকা চলে যাওয়ায় মানসিকভাবে রংপুর পিছিয়ে কিনা এ ব্যাপারে বোপারা বলেন, ‘অবশ্যই। এর একটা প্রভাব তো আছে। দলে তাদের মতো খেলোয়াড়দের উপস্থিতি খেলোয়াড়দের মানসিকভাবে চাঙা রাখে। কুমিল্লা দলে ভালো মানের ও অভিজ্ঞ কিছু খেলোয়াড় আছে। এই সিচুয়েশনে তারা এর আগে খেলেছে। আগামীকাল কঠিন একটি ম্যাচ প্রত্যাশা করছি।’

কুমিল্লার বিপক্ষে নিজেদের পরিকল্পনা নিয়ে বোপারা বলেন, ‘আমাদের পরিকল্পনা একই থাকবে। আমরা যদি আগে বল করি তাহলে চেষ্টা করব তাদের যতো কম রানে আঁটকানো যায়। যদি আগে ব্যাট করি তাহলে একটি ডিফেন্ডেবল স্কোর করার চেষ্টা করব। দেখা যাক কী হয়।’

কেমন রান যথেষ্ট হতে পারে এ নিয়ে রবি বোপারা বলেন, ‘আমি মনে করি, দিনের বেলার চেয়ে রাতের বেলার পরিস্থিতিটা ভিন্ন। গতকাল আমরা দেখেছি রাতের বেলা বল ভালো হয়েছে। আমি মনে করি, রাতের ম্যাচে ১৫০-১৬০ রান যথেষ্ট। আমার পায়ের গোঁড়ালিতে ইনজুরি ছিল। আমি শুধু এটা নিশ্চিত করতে চাই যে, বড় ম্যাচের জন্য আমি ফিট।’

(ঢাকাটাইমস/৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :