কাপাসিয়ায় যুব ও ছাত্রদলের ২১ নেতাকর্মী কারাগারে

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০০

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির নেতাকর্মীদের নামে করা ‘গায়েবি’ মামলায় যুবদল, ছাত্রদলের সভাপতিসহ ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ রবিবার গাজীপুর আদালতে একটি মামলায় হাজির দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

তাদের মধ্যে রয়েছেন উপজেলা যুবদলের সভাপতি হোসেন সারোয়ার, সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলু, যুবদল নেতা সোহাগ বেপারী, বদরুজ্জামান বেপারী, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন অলক, ফরিদ শেখ, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, হারুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক টিপু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকি, জাহাঙ্গীর।

২০১৮ সালের ১০ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে গাজীপুরে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। ওই দিন মানববন্ধন থেকে ব্রিগেডিয়ার হান্নান শাহর ছেলে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও কমিশনার হান্নান মিয়া হান্নুকে গ্রেপ্তার করা হয়। পরদিন ভোরে  কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের চালাবাজারের কাছে সেতুর পাশে তিন রাস্তার মোড়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটনান বলে দাবি করে পুলিশ। এই অভিযোগে পুলিশ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে নাশকতার মামলা করে।

সম্প্রতি পুলিশ এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। আটককৃতরা সবাই এ মামলার অজ্ঞাতনামীয় আসামি। এজাহারনামীয় আসামিরা ইতিপূর্বে হাইকোর্ট এবং জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে আছেন। 

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/মোআ)