হবিগঞ্জে হচ্ছে তিন দিনব্যাপী লোকজ উৎসব

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের লোকজ উৎসব আর কুষ্টিয়ার লালন উৎসব জাতীয়ভাবে স্বীকৃত। হবিগঞ্জেও এ ধরনের ঐতিহ্য সৃষ্টির সুযোগ রয়েছে। আর এই লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে তিন দিনব্যাপী লোকজ উৎসব আয়োজনের। এই উৎসব এমনভাবে আয়োজন করা হবে যাতে করে এটিও সুনামগঞ্জ আর কুষ্টিয়ার উৎসবের মত জাতীয়ভাবে স্বীকৃতি পায়।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

জেলা প্রশাসক বলেন, হবিগঞ্জে রয়েছে শেখ বানু, সৈয়দ শাহনুর আর দীনহীন-এর মতো মরমী সাধকদের ঐতিহ্য। তারা অসংখ্য লোকজ ও মরমী গান রচনা করেছেন। তাদের মাধ্যমে এই এলাকায় একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে। দেশের অন্য যে কোন জেলার তুলনায় হবিগঞ্জ পিছিয়ে নেই। মিডিয়ার মাধ্যমে এই ঐতিহ্য তুলে ধরার জন্য আয়োজন করা হচ্ছে উৎসব। ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি জালাল স্টেডিয়ামে এই উৎসব আয়োজন করা হবে। এতে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ লোকজ ও বাউল শিল্পীরা আসবেন বলে নিশ্চিত করেছেন। তিন দিনের উৎসবের দুই দিন দুইজন মন্ত্রী এবং একদিন স্থানীয় সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। প্রতিদিন বিকাল ৩টায় আলোচনা সভা। বাদ আছর স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং সন্ধ্যার পর থাকবে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনা।

উৎসবে কুষ্টিয়ার লালন একাডেমি এবং সুনামগঞ্জের শিল্পকলা একাডেমিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবে পালা গানের আসর।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়াসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এলএ)