সদরপুর আ.লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের সুপারিশ

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৮ | প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩
কাজী শফিকুর রহমান

ফরিদপুরের সদরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি শফিকুর রহমানকে দলীয় শৃঙ্খলার ভঙ্গের দায়ে বহিষ্কারের সুপারিশ করেছে দলের জেলা কমিটি।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন স্বাক্ষরিত এ সুপারিশ সংবলিত চিঠি রবিবার দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘গত ৪ জানুয়ারি সদরপুর উপজেলার আওয়ামী লীগের বর্ধিত সভায় নেওয়া সাধারণ সম্পাদক কাজি শফিকুর রহমানকে বহিষ্কারের সুপারিশ অনুসারে জেলা কমিটি গত ১০ জানুয়ারি তাকে ১৫ দিনের কারণ দর্শানোর চিঠি পাঠায়। ওই চিঠির কোনো জবাব না পাওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারায় দোষী হিসাবে গণ্য করে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘সদরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দলীয় বিধি অমান্য করে স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে তার সঙ্গে যোগ দেন। এতে দলের ভারমূর্তি ক্ষুণœ হওয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে বহিষ্কারের সুপারিশ করে জেলা কমিটিকে অবহিত করা হয়।’

‘চলমান সময় সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন সদরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির এ ছত্তার।’

সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি শফিকুর রহমান বলেন, ‘আমাকে বহিষ্কার করার অধিকার শুধু দলীয়প্রধানের অন্য কারও নয়। আমি এই বহিষ্কার মানি না।’

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :