রেলওয়ের মাঠে বস্তি গড়ে দুই লাখ টাকায় ঘর বিক্রি!

চট্টগ্রাম ব্যুরো
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৭

চট্টগ্রামের পাহাড়তলীতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব খেলার মাঠ দখল করে অবৈধভাবে বস্তি গড়ে প্রতিটি ঘর দুই লাখ টাকায় বিক্রি করছেন প্রভাবশালীরা। এলাকার লোকজনের অভিযোগ, এই বস্তি নির্মাণের প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। এমনকি প্রভাবশালী দখলদার ও তাদের নিয়োজিত সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতেও পারছেন না অনেকে।

সরেজমিন দেখা গেছে, পাহাড়তলী রেলওয়ে আইডব্লিউ অফিসের ৫০০ গজ উত্তরের খেলার মাঠটিতে গড়ে তোলা হয়েছে টিনশেড বস্তিটি।

এলাকার লোকজন জানান, এই মাঠে শিশুরা বিকালে খেলাধুলা করে এবং বিভিন্ন জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হয়। একজন বাসিন্দা ক্ষোভে দুঃখে চিৎকার করে বলেন, ‘আজকের মধ্যে এসব উচ্ছেদ করুন অথবা আগুন ধরিয়ে দিন। ‘সরকারি মাল দরিয়ামে ঢাল’- এর এমন নজির অন্য কোথাও নেই।’

রেলওয়ের পাহাড়তলী আইডব্লিউ অফিসের কর্মচারী মো. জামাল এজন্য রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ভূমি সম্পত্তি অফিসের কর্মকর্তা কিসিঞ্জার চাকমা বলেন, ‘পাহাড়তলীতে রেলওয়ের সম্পত্তি বেদখল বা অবৈধ দখলের কোনো প্রমাণ পেলে অতি দ্রুত উচ্ছেদের প্রস্তুতি নেব। আগেও রেলওয়ের নিজস্ব কিছু সম্পত্তি অবৈধ দখলদারের হাত থেকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশমতে সরকারি সম্পত্তি কেউ অবৈধভাবে দখল করতে পারবেন না। যদি করেন, তবে তিনি যত ক্ষমতাবানই হোন না কেন, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা