কুষ্টিয়ায় ‘ইউনানির ওষুধ’ খেয়ে দুইজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিবেদক
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৭ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩

কুষ্টিয়ার মিরপুরে ইউনানির ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বহলবাড়িয়া খাড়াড়া এলাকার পলান শেখের ছেলে নুর মহাম্মদ (৫০) এবং একই এলাকার নবাব আলীর মেয়ে শামীমা (৯)। এছাড়া একই ওষুধ খেয়ে নবাব আলীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, নবাব আলীর বাড়িতে রবিবার রাতে টেলিভিশন দেখতে যায় নুর মহাম্মদ। এ সময় কাশির জন্য নবাব আলী নবীন ল্যাবরেটরিজের মেরী গোল্ড নামক ইউনানী সিরাপ খায়। যেটি দুই মাস আগে কেনা হয়েছিল। নবাব ছাড়াও তার মেয়ে শামীমা এবং নুর মহাম্মদও একই ওষুধ খান। রাত সাড়ে দশটার দিকে শামীমা অসুস্থ হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়।

একই ওষুধ খাওয়ায় মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন নুর মহাম্মদ। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এরপর মধ্যরাতে অসুস্থ হন শামিমার বাবা নবাব আলী। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা টাইমস/৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :