চিটাগংকে বিদায় করতে ঢাকার লক্ষ্য ১৩৬

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিপিএলে এলিমিনেটর ম্যাচে আজ শক্তিশালী ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে ভাইকিংসরা। 

আজকের ম্যাচে যারা হারবে, আসর থেকে তাদের বিদায় নিতে হবে। আর বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। তাই টিকে থাকতে দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ এটি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াসির আলীকে নিয়ে দারুণ শুরু করেন ক্যামেরন ডেলপোর্ট। তিন নম্বর ওভারে ইয়াসিরকে ফিরিয়ে দিয়ে ২২ রানের ওপেনিং জুটি ভাঙেন রুবেল হোসেন। এরপর মুশফিককে নিয়ে এগিয়ে যান ডেলপোর্ট। কিন্তু ইনিংসটা আর লম্বা হলো না। সপ্তম ওভারে ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন তিনি। যাওয়ার আগে পাঁচ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ বলে ৩৬ রান করেন। 

এক ওভার বাদে নারাইনের বলে বোল্ড হন মুশফিকুর রহিম। একই পথ ধরেন শাদমান, দাসুন শানাকা, রবি ফ্রাইলিংকরা। নিয়মিত উইকেট হারিয়ে বেশি দূর যেতে পারেনি চিটাগং। তবে শেষের দিকে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মোসাদ্দেক। তার ব্যাটের উপর নির্ভর করে শেষ পর‌্যন্ত ঢাকার সামনে ১৩৬ রানের টার্গেট রাখে চিটাগং ভাইকিংস।

ঢাকা ডায়নামাইটসের হয়ে চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন নারাইন। সমান একটি করে নেন কাজী অনিক এবং রুবেল হোসেন। অধিনায়ক সাকিব আল হাসান উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১১ রান!

চিটাগং ভাইকিংস: ১০ ওভারে ১৩৫/৮ (ক্যামরন ডেলপোর্ট ৩৬, ইয়াসির আলী ৮, মুশফিকুর রহিম ২৪, শাদমান ৮, মোসাদ্দেক ৪০, সানাকা ৭, ফ্রাইলিংক ১,হার্ডিস ১, নাঈম ৬* রাহী ১*; নারাইন ৪/১৫, অনিক ১/৩৬, রুবেল ১/২৭)

(ঢাকাটাইমস/ ৪ ফেব্রুয়ারি/ এইচএ))