‘ইউনানি ওষুধ’ সেবনে দুইজনের মৃত্যু, আটক ১

কুষ্টিয়া প্রতিবেদক
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩০

কুষ্টিয়ার মিরপুরে ইউনানি ওষুধ সেবনে শিশুসহ দুইজনের মৃত্যুর ঘটনায় ফার্মেসি মালিক রাজিবকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আটকের ঘটনার নিশ্চিত করে জানান, রাজিবের ফার্মেসি থেকে কেনা ওষুধ খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফার্মেসি মালিক রাজিবকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নবাব বিশ্বাস জানান, তিনি ইটভাটার শ্রমিক। দুই মাস আগে শরীর দুর্বল হলে তিনি রাজিবুলের ফার্মেসি যান। পরে তার পরামর্শে মেরি গোল্ড নামে একটি ইউনানি সিরাপ কেনেন। তা সেবনের পর নবাবের মাথা ঘোরা বেড়ে যায়। দুর্বলতা বেশি ভেবে সিরাপ সেবন বন্ধ করে দেন তিনি।

নবাব বলেন, রবিবার রাতে শরীর দুর্বল হওয়ায় তিনি সিরাপটা খাচ্ছিলেন। মিষ্টি হওয়ায় তার মেয়ে সিরাপ খেতে বায়না ধরেন। একই সময়ে তার প্রতিবেশি নূর মহাম্মদও অবসাদ দুর করতে একই সিরাপ সেবন করে। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে নবাবের নয় বছরের শিশু কন্যা শামীমা ও প্রতিবেশী নুর মহাম্মদ মারা যান।

ঢাকা টাইমস/৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :