নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বৃদ্ধি

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৯

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিবন্ধনের যোগ্যতা: উল্লেখিত তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থীদের স্নাতক/স্নাতকোত্তর ফলাফল প্রকাশিত হয়েছে তারাই সমাবর্তনের জন্য নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন ফি:

নিবন্ধন ফি: স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পৃথকভাবে ৩ হাজার পাঁচ শ টাকা করে। আর স্নাতক ও স্নাতকোত্তর একসাথে নিবন্ধন করলে ফি হবে চার হাজার পাঁচ শ টাকা। এছাড়া ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ও ইনিস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স এ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৩ হাজার পাঁচ শ টাকা।

নিবন্ধনের টাকা ‘অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখার সমাবর্তন নোবিপ্রবি ০২০০০০৫২৭৭৪৮১’ হিসাব নম্বরে জমা দিয়ে জমা দিতে হবে। পরে রশিদের কাউন্টার কপির ফটোকপি নিবন্ধন ফরমের সাথে সংযুক্ত করে সরাসরি রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখায় জমা দিয়ে শিক্ষার্থীদের কপি সংগ্রহ করতে হবে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি JPEG/JPG/PDF ফরমেটে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের subject হবে ‘Convocation’। একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমার রশিদের স্ক্যান কপিও পাঠাতে হবে।

উল্লেখ্য, গাউন সংগ্রহের সময় অবশ্যই টাকা জমার ব্যাংক রশিদের মূল কপি জমা দিতে হবে। ইতোপূর্বে যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তদেরকে অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে।

ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/ ইএস