‘সেইফ ড্রাইভ, সেইফ লাইফ’

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে সড়কে চালকদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। চালকদের সচেতনতায় জেলা পুলিশের পক্ষ থেকে "সেইফ ড্রাইভ, সেইফ লাইফ" শীর্ষক লিফলেট বিতরণ করা হচ্ছে।

সোমবার থেকে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। দুপুরে নগরীর শাসনগাছা বাস টার্মিনালে চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্ল ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি চালকদের নিরাপদ ও সতর্ক হয়ে যান চালনার জন্য দিক নির্দেশনা দেন। সেই সাথে 'নিরাপদ গাড়ি চালনা, নিরাপদ জীবন' লেখা সম্বলিত স্টিকার বিভিন্ন যানবাহনে লাগিয়ে দেন।

কর্মসূচিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম, কুমিল্লা শ্রমিক পরিবহন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুলসহ বাসমালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/ ইএস