এবারের বিপিএল নিয়ে সন্তুষ্ট মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭

টুর্নামেন্ট শুরুর আগে কোনো আলোচনায় ছিল না চিটাগং ভাইকিংস। অথচ গ্রুপ পর্ব মাতিয়েছে তারাই। চট্টগ্রাম পর্বের কয়েকটি ম্যাচ ছাড়া সব ম্যাচে দুর্দান্ত ছিল ভাইকিংসরা। ব্যাট হাতে এবার দারুণ সময় পার করেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিমে। তাইতো সোমবার এলিমিনিটর ম্যাচে ঢাকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও এবারের বিপিএল নিয়ে সন্তুষ্ট মুশফিক।

এলিমিনিটর ম্যাচে ঢাকার কাছে ৬ উইকেটে হেরেছে চিটাগং ভাইকিংস। আর এই হারের মাধ্যমে শেষ হয়েছে চিটাগং ভাইকিংসের বিপিএলের ষষ্ঠ আসর। বিদায়ী দিন সংবাদ সম্মেলনে এসে নিজের সুন্তুষ্টির কথা জানালেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম বলেন, ‘দলের ফলাফল খারাপ হলে স্বাভাবিকভাবে খারাপ লাগবে। ব্যক্তিগতভাবে ও দলের মালিকেরও খারাপ লাগবে। গত দুই বছরে এক বছর ছিলাম বরিশাল বুলসে, আরেক বছর ছিলাম রাজশাহী কিংসে। একবারও কোয়ালিফাই করতে পারিনি। নিজের প্রত্যাশাও পূর্ণ করতে পারিনি। এটা ভালো অনুভূতি নয়। তবে এই বছর আমি ভালো রান করেছি। খুব বেশি উৎফুল্ল না। বেশ কিছু জায়গা ছিল যেখানে ম্যাচের ফলাফল দুই দিকেই যেতে পারতো, সেই সময় আমি ভালো করতে পেরেছি। পরের বছর এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে।’

তিনি আরো বলেন, ‘সবকিছু মিলিয়ে আগের যেকোনো টুর্নামেন্টের চেয়ে একটু বেশি খুশি। কিছু কিছু জায়গা অনেক কঠিন অবস্থা ছিল, যেখান থেকে বের হয়ে আসা এবং নিজের কাছে নিজেকে প্রমাণ করা। নিজের কাছে যে যুদ্ধটা ছিল সেদিক থেকে এই বিপিএল নিয়ে আমি সন্তুষ্ট। তবে খুব বেশি না।’

বিপিএল শেষেই শুরু হবে নিউজিল্যান্ড সফর। কিউইদের ঘরের মাঠে সিরিজটা কঠিন হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ বিষয়ে ‍মুশফিক বলেন ‘নিউজিল্যান্ড সফর কঠিন হবে। তাদের মাটিতে ভারত জিতেছে। কিন্তু বেশ লড়াই করতে হয়েছে। সিরিজটা কঠিন হলেও আমার বিশ্বাস আছে, আমাদের যে দল যাবে তাঁরা ভালো করবে।’

(ঢাকাটাইমস/৪ ফেব্রুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :