হাসপাতাল পরিচ্ছন্নতায় মাশরাফির ‘টিম তারুণ্য-১০০’

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১

নড়াইল প্রতিবেদক, ঢাকাটাইমস

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার প্রেরণায় গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম তারুণ্য-১০০’ নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। সোমবার দুপুরে ৫০ শয্যার হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ধুয়ে-মুছে পরিষ্কার করেন ‘টিম তারুণ্য-১০০’ সদস্যরা।

এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন সংগঠনের অধিনায়ক রাসেল বিল্লাহ, সদস্য কাজী ইমন, নাদিয়া, ইমামুজ্জামান, শোভন, নায়হান, রাফিল, প্রিন্স, জিম, নাসিম, শুভ, তাসিন, হাবিব ও মাজহারুল। তারা নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। 

সংগঠনের অধিনায়ক রাসেল বিল্লাহ বলেন, ‘সাংসদ মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় এগিয়ে যাচ্ছে টিম তারুণ্যের কর্মসূচি। আমরা ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই।’

এদিকে এ ধরনের কাজকে স্বাগত জানিয়ে বিভিন্ন পেশার মানুষ জানান, ‘টিম তারুণ্য-১০০’ স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতিবাচক কাজের মাধ্যমে নড়াইল জেলাকে এগিয়ে নিয়ে যাক; এটাই তাদের প্রত্যাশা।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/জেবি)