‘রাস্তার ওপর নির্মাণ সামগ্রী থাকলে বাজেয়াপ্ত’

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

রাস্তার ওপর নির্মাণ সামগ্রী থাকলে তা বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনাকারী এক ম্যাজিস্ট্রেট।

সিটি করপোরেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালানোর সময় এ ঘোষণা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান।

অভিযানে ব্রিজমোড়ে নির্মাণাধীন রিং রোড প্রান্তে, গোলপুকুর পাড় মোড়, যাদুঘর মোড়, নতুনবাজার বাউন্ডারি মোড় হতে আকুয়া হাজীবাড়ী মোড় পর্যন্ত সড়ক এলাকায় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

একই সঙ্গে বিভিন্ন সড়কে নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণের নির্দেশ দেন মেজিস্ট্রেট। বলেন, পরবর্তীতে রাস্তার ওপর নির্মাণ সামগ্রী পাওয়া গেলে সেসব বাজেয়াপ্ত করা হবে।

জনস্বার্থে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা নির্মাণ ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান সিটি করপোরেশনের সেনেটারি ইন্সপেকটর দীপক মজুমদার।

অভিযানকালে সিটি করপোরেশনের কনজারভের ইন্সপেক্টর মহব্বত আলী, সুপারভাইজার রবিউলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :