মুক্তিযুদ্ধের চেতনার জয়পুরহাট দেখতে চান স্বপন

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার জেলা জয়পুরহাটকে মুক্তিযুদ্ধের চেতনায় দেখতে চান। আগে এই জেলায় মুক্তিযুদ্ধের চেতনার ধারক ছিল না জানিয়ে তিনি বলেন, ‘৭১ সালে দেশ স্বাধীন হলেও জয়পুরহাট জেলা

জাকার মুক্ত ছিল না। জয় বাংলার চিৎকারকে আমি দেখতে চাই, জয় বঙ্গবন্ধুর চিৎকারকে আমি দেখতে চাই এই জয়পুরহাটে। ‘শেখ হাসিনা এগিয়ে চল, সমগ্র জয়পুরহাট তোমার সাথে’ আমি সেই জয়পুরহাটের স্বপ্ন দেখি। মুক্তিযুদ্ধের চেতনার জয়পুরহাট দেখতে চাই।

সোমবার বিকালে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হুইপ স্বপন বলেন, ‘যে ভালোবাসা মানুষ আমাকে দিয়েছেন, যে স্নেহ যে মমতা মানুষ আমাকে দিয়েছেন, এখন আমার দায়িত্ব পড়ে গেছে এই মানুষগুলোর স্নেহ-ভালোবাসার মূল্যায়ন করা। এলাকার অভূতপূর্ব উন্নয়ন করা।’

প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্বাস আলী মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহমেদ চৌধুরী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগের সভাপতি সুমন কুমার সাহা প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :