যেকোনো সময় সংসদে যোগ দেবেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৮

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যেকোনো সময় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে মনোনয়ন বোর্ডের তৈরি একটি তালিকা পার্টির চেয়ারম্যানকে দেওয়া হবে।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সোমবার রাতে দেশে ফেরেন এরশাদ। এর আগে ২০ জানুয়ারি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদসহ জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৩০ জানুয়ারি নতুন সংসদের অধিবেশন শুরু হয়। এখনো সংসদ অধিবেশনে যোগ দেয়া হয়নি এরশাদের।

এরশাদের ছোট ভাই ও পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের জানান, যেকোনো সময় চলমান সংসদ অধিবেশনে যোগ দেবেন বিরোধীদলীয় নেতা।

সংসদে জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে জি এম কাদের বলেন, ‘বিরোধিতার নামে জাপা কখনো ধ্বংসাত্মক রাজনীতি করবে না। সংসদে ও রাজপথে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে জাপা।’

এ সময় উপজেলা নির্বাচনে দলের প্রার্থী নিয়ে কথা বলেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির আগ্রহী প্রার্থীদের মাঝে ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। রাঙ্গা বলেন, স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং দলের জন্য অবদান বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দেয়া হবে।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/আরকে/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :