বইমেলায় সালাহ উদ্দিন মাহমুদের দুই বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৯

এবারের বইমেলায় তরুণ কবি ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদের দুটি বই পাওয়া যাচ্ছে। একটি সাক্ষাৎকার সংকলন এবং অপরটি গল্প সমগ্র। বইমেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে বই দুটি।

সালাহ উদ্দিন মাহমুদের সম্পাদনায় তরুণ লেখক সাদাত হোসাইনের সাক্ষাৎকার ‘আমার আমি’ প্রকাশ করেছে অনুবাদ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটি পাওয়া যাচ্ছে অনুবাদের পরিবেশক কাগজ প্রকাশনের ৩৭৩-৩৭৪ নম্বর স্টলে। সাক্ষাৎকার সংকলনের দাম রাখা হয়েছে ১৫০ টাকা।

গল্প সংকলন ‘সুন্দরী সমগ্র’ প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সজীব পাল। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে দোয়েল প্রকাশনীর ২০৫ নম্বর স্টলে।

লেখক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন সময়ে প্রকাশিত সাক্ষাৎকারগুলো এক মলাটে আনা হয়েছে। এতে সাদাত হোসাইনের ১৪টি সাক্ষাৎকার রয়েছে। আর সুন্দরী সমগ্র মূলত তিনটি বইয়ের একত্রিত রূপ। এখানে সার্কাসসুন্দরী, নিশিসুন্দরী ও বেদেসুন্দরী বইয়ের গল্পগুলো রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :