ভালোবাসা দিবসের শর্টফিল্ম ‘কেউ তো ছিল না’

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩

মুজাহিদুল ইসলাম নাঈম, ঢাকাটাইমস

পিতা-মাতার বিবাহ-বিচ্ছেদের ঘটনা সন্তানের উপরে যে বিরূপ প্রভাব ফেলে, সেই ক্ষতিকর দিকটি তুলে ধরে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র  'কেউ তো ছিল না'। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ লেখক বুলবুল মাসউদের রচনায় এটি নির্মাণ করেছেন শাহাদৎ হোসেন রাজু।

শর্টফিল্মটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় শিশুশিল্পী আর জে রহি ও এন সি নুহা। এছাড়া রয়েছেন লুৎফুন্নাহার লিপি ও আশরাফুল আলাম।

শিশুশিল্পী আর জে রহি ঢাকাটাইমসকে জানায়, প্রথমবারের মত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। ভিন্নধর্মী এই কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ ভবিষ্যতে আরো ভালো ভালো গল্পে কাজ করবেন বলে সে জানায়।

ছবিটির চিত্রগ্রাহক হিসেবে আছেন শেখ সুজন। নাদিরা ফিল্মস নিবেদিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

ঢাকা টাইমস/০৫ ফেব্রুয়ারি/এএইচ