রাজবাড়িতে এসএসসির ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

রাজবাড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭

রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে এসএসসির ভুয়া প্রশ্ন দিয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। তার নাম মো. সুমন খান (১৮)।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান ফরিদপুর র‌্যাব-৮ এর ২নং কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

আটক সুমন খান রাজবাড়ি জেলার পাংশা থানার কলিমহর ইউনিয়নের তত্তিপুর এলাকার আব্দুল কাদের খানের ছেলে।

র‌্যাব জানায়, পাংশা কলিমহর ইউনিয়নের তত্তিপুর এলাকার অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে সুমনকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেটও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক সুমন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তিনি প্রতারণার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহের লক্ষ্যে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেজ চালু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া প্রশ্নপত্র প্রতারণার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

আটক সুমনকে জেলার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :