ঐক্যফ্রন্টের ঐক্য তেল আর জলের মতো: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১
ফাইল ছবি

ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নিয়ে যে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে এর ঐক্যকে তেল আর জলের সঙ্গে তুলনা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই ঐক্য টিকবে না এটাই স্বাভাবিক বলে মনে করেন মন্ত্রী।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য ছিল তেল-জলের মতো। তাদের এজেন্ডা ছিল ব্যক্তিগত। যেহেতু তাদের ব্যক্তিগত এজেন্ডা নষ্ট হয়ে গেছে সেহেতু তারা পরস্পরের কথা শুনবে কেন?’ উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘বিএনপি বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশে গণতন্ত্র থাকুক তারা চায় না, সেজন্য তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।’

মন্ত্রী বলেন, ‘জনগণ তাদেরকে চায় না বলে একটা উসিলা ধরে তারা নির্বাচন বর্জন করার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে, নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ব্যাহত হবে না। এদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে।’

সভায় উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার ভূইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :