বিএনপি নেত্রী নিপুণ রায় কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৭ | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১
নয়াপল্টনে সংঘর্ষের সময় লাঠি হাতে নেতৃত্বে নিপুণ রায়

নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়ার আড়াই মাসের বেশি সময় পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। মঙ্গলবার বিকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

নিপুণের মুক্তির বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন গয়েশ্বর চন্দ্র রায়ের পল্টনের অফিস স্টাফ মো. শাহীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল চারটার দিকে নিপুণ রায় কারাগার থেকে বেরিয়ে আসেন। এসময় সেখানে অপেক্ষায় থাকা স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপির এই নেত্রী। স্বজনরাও তখন আবেগাপ্লুত হয়ে পড়েন।

কারাগার থেকে বেরিয়ে নিপুণ রায় তার বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর বাসায় যান। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

গত বছরের ১৫ নভেম্বর নাশকতার মামলায় রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে গ্রেপ্তার হন নিপুণ রায়। পরে তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর একদিন আগে বিএনপি কার্যালয়ের সামনে মনোননয়ন ফরম বিক্রির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তখন নিপুণ রায়কে লাঠি হাতে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। সেই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আইনজীবী নিপুণ রায়কে অন্যতম আসামি করা হয়।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :