জামালপুরে সড়ক দুর্ঘটনায় আট এসএসসি পরীক্ষার্থী আহত

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ড্রাইভারসহ আট এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী লাভলু মিয়া জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তামান্না আক্তার, সুমাইয়া আক্তার সন্ধ্যা, সাজ্জাদ হোসেন, সেতু ও সুজন মিয়াসহ সাত পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহতরা সকলেই ঘোষেরপাড়া ফজিলা নাসিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল এলাকায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

ঘোষেরপাড়া ফজিলা নাসিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক জানান, চর ঘোষেরপাড়া থেকে লাভলু মিয়াসহ আট পরীক্ষার্থী ইজিবাইকযোগে হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বেলতৈল সেতু অতিক্রমের সময় ইজিবাইক সেতুর পিলারে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ইজিবাইক ড্রাইভারসহ আটজন আহত হয়। পরীক্ষার্থী লাভলু মিয়ার হাত-পা ভেঙে যাওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাভলু মিয়া ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি। অন্য আহত সাত পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ নেয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)