এষার ‘কেকওয়াক’র প্রিমিয়ার ১৭ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৩ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩১

বহুদিন পর অভিনয়ে ফিরেছেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী দম্পতির মেয়ে এষা দেওল। তবে চলচ্চিত্রে নয়, তিনি কাজ করেছেন একটি শর্ট ফিল্মে। নাম ‘কেকওয়াক’। গত বছরের মার্চের শেষ দিকে এটির শুটিং শুরু হয়েছিল। সব কাজ শেষে এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। তার আগে ১৭ ফেব্রুয়ারি কালার্সের রিস্তে সিনেপ্লেক্সে হবে শর্ট ফিল্মটির প্রিমিয়ার।

‘কেকওয়াক’-এ এষাকে দেখা যাবে একজন শেফের ভূমিকায়। নামিদামি যেকোনো হোটেলে সাধারণত ছেলেদের শেফ হিসেবে দেখা যায়। সেখানে মেয়েদের প্রবেশাধিকার খুব একটা নেই। কিন্তু প্রথমবারের মতো এবার এষাকে সেই দায়িত্বে দেখা যাবে। যিনি হোটেলে শেফের দায়িত্ব সামলান আবার সংসারও দেখেন। শর্ট ফিল্মটিতে এষার চরিত্রটির নাম শিল্পা সেন।

বাঙালি নারী শিল্পী সেনের কাহিনি অসাধারণ মোড়কে সিনেমায় রূপ দিয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তার সঙ্গে যৌথ পরিচালনায় আছেন অভ্র চক্রবর্তী। প্রযোজনায় দীনেশ গুপ্ত, শৈলেন্দ্র কুমার এবং অরিত্র দাস। প্রিমিয়ারের পর শর্ট ফিল্মটি দেখা যাবে ভুটেও।

শর্ট ফিল্মটিতে এষার স্বামীর ভূমিকায় দেখা যাবে ভারতীয় টেলিভিশনের চেনা মুখ তরুণ মালহোত্রাকে। এটি নিয়ে খুবই উত্তেজিত এষা। তার কথা, ‘এরকম চরিত্র বলিউডে প্রথম। একজন নারীর ব্যক্তিগত ও পেশাগত জীবন কীভাবে ব্যালেন্স করা উচিত সেই ছবিই ফুটে উঠেছে এখানে।’

শর্ট ফিল্মটির দৈর্ঘ্য ২৭ মিনিট। এটি নির্মাণের ভাবনা পরিচালক রামকমলের অনেকদিনের। তার কিছু লেখা পড়ে শুভান্যুধায়ীরা তাকে এগিয়ে যাওয়ার সাহস দিযেছিলেন। সেখান থেকেই ‘কেকওয়াক’-এর ভাবনা।

ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

তৃতীয় বিয়েটা কবে করবেন আমির খান? প্রশ্ন শুনে যা হলো

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :