তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান আর নেই

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৫ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার রাত ১টার দিকে  রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, আগামী শুক্রবার জানাজা শেষে শাহজাহানকে বনানী করবস্থানে দাফন করা হবে।

তার মেয়ে ডা. উজমা সাইদ ঢাকাটাইমসকে জানান, ‘তার বাবা পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। অসুস্থতার কারণে গত ২৬ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ এস এম শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বও পালন করেন।

১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন তিনি। পরে তিনি সিআইডি প্রধান এবং ডিএমপি কমিশনারের দায়িত্বও পালন করেন।

তিনি দেশের জাতীয় বাংলা ও ইংরেজি গণমাধ্যমে তিনি নিয়মিত কলাম লিখতেন।

তার জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জ।

ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/ওআর