‘ক্ষান্ত দিন, খালেদার ওপর আর জুলুম করবেন না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৪

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘এবার ক্ষান্ত দেন, অসুস্থ খালেদা জিয়ার ওপর আর জুলুম করবেন না।’

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

বিএনপির নেতা প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করেন, ‘এক বছর হলো সাবেক প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করে রেখে অত্যাচার করছেন। এবার মুক্তি দিন। ইতিহাস পড়ুন, ইতিহাস বড় নির্মম। ইতিহাস কাউকে ক্ষমা করে না।’

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদ-ের রায় হলে খালেদা জিয়াকে সেদিনই পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে এখনো কারাবন্দি তিনি। পরে এই মামলায় সরকারপক্ষের আপিলে হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করে।

খালেদা জিয়ার জামিন নিয়ে ‘লুকোচুরি’ খেলা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। বলেন, ‘এক মামলায় জামিন নিলে অন্য মামলায় জামিন বাতিল করা হচ্ছে। হাইকোর্ট জামিন দিলে আপিল বিভাগ আবার জামিন স্থগিত করছে। আপিল বিভাগ জামিন দিলে নিম্ন আদালত আরেকটি মামলায় জামিন আটকে দিচ্ছে।’

যেসব মামলায় অন্যরা জামিনে রয়েছেন, সেখানে খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না বলে অবিযোগ বিএনপির এ মুখপত্রের। এমনকি প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার তাকে চিকিৎসাসেবার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী।

খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে রিজভী বলেন, ‘কিছুদিন ধরে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের নিচতলায় ছোট্ট এক কক্ষে অস্থায়ী ‘ক্যাঙ্গারু’ আদালত সাজিয়ে তাকে জোর করে টেনে এনে বিভিন্ন ভুয়া মামলায় শুনানি করা হচ্ছে।’

আসন্ন উপজেলা ও সিটি নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপির নেতা। তার মতে, আর একটি ভোট ডাকাতির আয়োজন করছে নির্বাচন কমিশন। ‘সংসদ নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে’-প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি।

গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এক অনুষ্ঠানে বলেন ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সিটি কর্পোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে।’

এই বক্তব্য প্রতারণার ইঙ্গিত বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘সিইসির এমন বক্তব্য দেশ থেকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার গভীর নীল নকশা। একাদশ জাতীয় সংসদের ভোট ডাকাতির নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। মহা ভোট ডাকাতির আয়োজক প্রধান নির্বাচন কমিশনার উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা জাতির সঙ্গে আবার একটি প্রতারণা করার ইঙ্গিত।’

সংবাদ সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এসআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :