সরকারের বিশেষ গুরুত্ব রেল খাতে

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস

বর্তমান সরকার রেল খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, প্রধানমন্ত্রী যে ১০টি মেগা প্রকল্পে অগ্রাধিকার দিচ্ছেন এর মধ্যে দুটি রয়েছে রেল সংক্রান্ত। রেললাইনের পরিধি এবং সেবার মান বাড়াতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘রেলপথ দীর্ঘদিন অবহেলিত ছিল এবং প্রথমবারের মতো ২০১১ সালে রেলকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়। বেলব্যবস্থাকে জনগণের কাছে তুলে ধরতে ইতিমধ্যে বহুমুখী  প্রকল্প গ্রহণ করা হয়েছে। শুধু দেশেই নয়, প্রতিবেশী দেশের সঙ্গেও রেল যোগাযোগ স্থাপন করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘১৯৬৫ সালের আগে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে যে যোগাযোগব্যবস্থা ছিল সেটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

নূরুল ইসলাম সুজন বলেন, ‘প্রধানমন্ত্রীর ১০টি মেগা প্রকল্পের মধ্যে দুটি রেল মন্ত্রণালয়ভিত্তিক। একটি হলো চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে বার্মা পর্যন্ত রেললাইন। অপরটি হলো-পদ্মা সেতুর উপর রেল যোগাযোগ স্থাপন করে যশোর হয়ে দক্ষিণাঞ্চল তথা পায়রা বন্দর গভীর সমুদ্রবন্দরের সঙ্গে যোগাযোগ স্থাপন।’

রেলমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ও দ্রুতযান দুটি ট্রেন যুক্ত হয়েছে। এই ট্রেনটি বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের শিলিগুঁড়ি পর্যন্ত সংযুক্ত হবে। যা নেপাল ভুটান ও বার্মা থেকে মংলা পোর্ট পর্যন্ত মালামাল আনা নেওয়ায় অবদান রাখবে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশি, মকবুল হোসেন বাবুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেবি)