সৎভাবে ব্যবসা করতে হবে: এনবিআর চেয়ারম্যান

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সৎভাবে ব্যবসা করতে হবে, সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের  (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আবাসন কোম্পানিগুলোর সংগঠন রিহ্যাব এর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই শিল্পে নানা প্রতারণার অভিযোগ তুলে ধরে এ কথা বলেছেন তিনি।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনের এই মেলা শুরু হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমি এ কথা কাউকে ছোট করার জন্য বলছি না। তবে ব্যবসা করতে হবে সৎভাবে। জাতীয় রাজস্ববোর্ডের পক্ষ থেকে সলিড (সৎ) ব্যবসায়ীদের সকল সহোযোগিতা করব।’

ভ্যাট আইন চলতি বছর থেকেই বাস্তবায়ন হবে এ বছর থেকে। আমরা চাই মানুষের সহনীয় পর্যায়ে যেন ভ্যাট থাকে। জনসেবামূলক ব্যবসায় আমরা ছাড় দেব।’

আবাসন ব্যবসায় কিছু অসাধু লোক ঢুকে পড়েছে উল্লেখ করে এনবিআর প্রধান বলেন, ‘তারা রিহ্যাবের মেম্বারও হয় না। তারা ব্যবসা শুরু করে দেয়। মানুষের কাছ থেকে টাকা নেয়। বাড়ি বানায় না, টাকাও ফেরত দেয় না। এটা নিয়ে এখন একটা বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে দেশে। এই সমস্যার ফলে যারা বাড়ি বানাতে ডেভরপারদের দিতে চায় তারাও ভয় পায়।’

‘আমার পরিচিত এমন লোক আছে যিনি তার বাড়ি ভেঙে বানাতে ডেভেলপারকে দিয়েছেন। ডেভলপার তাকে বলেছে এখানে ১০ তলা বাড়ি হবে। দেখা যায় যে বাড়িতে প্রতি মাসে তিন লক্ষ টাকা ভাড়া পেত। তার সেই বাড়িতে ডেভেলপার পাঁচ বছর পর্যন্ত কাজই ধরেনি।’

এ কাজগুলোর কারণে ডেভেলপারদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয় উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনেকে ডেভেলপারদের কাছে জমি  দিতে ভয় পায়। এই ভয় আপনাদের (বিহ্যাবের) ভাঙতে হবে।’

রিহ্যাব এর সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, রিহ্যাব এর সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন, প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।